গঙ্গাফড়িং নিঃসঙ্গতার আকাশে মনভার
কোন পাখির কাঠ-ঠোকরানো শব্দ কুরে খায়
চোয়াল গাঁথা আছে কারও জলজ লতায়
কেউ বা উড়িয়ে দেয় সনাতন পায়রা
ঘরে সসাগরা উপোষী মধ্যবিত্ত ফিঙ্গের দল
বসন্ত নিরালা পান্ডুর একা
ফাঁস সেলে
এভাবে অনুভবে কে আসে
রূপোলী মিসাইল ধেয়ে এলে নিরন্তর
অস্ত্র কি ভয়ানক সুন্দর হতে পারে
এ দায় কার !
* ১০/০৮/১৯৮০