ডাস্টবিনের শরীর উগরে পড়ে
এক নর এক নারী
ঢলে পড়ে শরীরী শয্যায়
রাতের বাতাসে তখন ভুতের চাষাবাদ
ঢুলু ঢুলু ক্লান্ত চাঁদ
সরীসৃপ পায় আলকাতরা অন্ধকার
মানুষের গন্ধে গন্ধে
দুষ্টু হয়ে ওঠে অনাড়ম্বর
ঘুম পাড়ানি মাসিকে আর কী দরকার তখন -
* ০৭-০৭-১৯৮০