সেদিনের ভোজসভাতেও
অনেক লোক এসেছিল গান গেয়ে
সে এক মিষ্টি মধুর গান
অধিকাংশ যার সজ্জিত রঞ্জিত তরঙ্গায়িত স্রোত
আরেকদল বুভুক্ষু উচ্ছিষ্টের অপেক্ষায়
কুকুরের মতো
সঞ্জয়বাবু
তুমি তো মহাভারত থেকে ভবিষ্যত্দ্রষ্টা
তুমি কি দেখেছো
ঘাসের ডগায় বৃষ্টি নেচে নেচে
কখন এদের চোখ-গাল বেয়ে বইতে থাকে
কবিতা কেন এদের চোখে শিরোনামহীন
কোন ভালবাসা অপেক্ষায়
কি উত্তর দেবে বলো !
** ২০০৪ খ্রীঃ