দোতারার ডাং তুমুল আনন্দে বলে উঠতো কথা
মনের কথা চোখ আর শরীরের তুমুল উচ্ছ্বাসে
দোয়ারী কোমর দুলিয়ে রাত দোলাতো আলতো
আর এক অলৌকিক সুরে নিজস্ব ছাগল কাহিনী
সে রাতে অবাক করে দিত নিস্তব্ধ রাতের হাসি
বড় হাস্যরসের কথা ছিল না সে সব এখন বুঝি
আরো কয়েকটি আগামী দশক ধরেছিল দোয়ারী
তার একান্ত গ্রাম্য মলহীন মনের বাচন ভাষ্যে ,
জেনেছিল সে হয়তো ,
হয়তো কেন , খুব নিশ্চিত ভাবেই বুঝেছিল সে
এমন বাসরে দোয়ারী গীদাল দোতারার আসরে
একটিও বাদশাহী ছাগল আসবে না উত্সাহী
ছড়িয়ে যাবে সব যেন দেশ থেকে দেশান্তরে
রক্তবীজের ফল তো !