একখানি টিয়া টিয়া সবুজ সময় চাই
একটা লাল লাল বেদানা মন
বৌয়ের নরম তালুর মত সমতল দেশ
শুধুই আমার জন্যে
একখানি আলোআধাঁরী সন্ধ্যে চাই
একটা জল জল জোছনা রাত্তির
বৌয়ের ঝাল ঝাল মরিচি চাউনি বেশ
মায়ায় লুকোনো কন্যে
একখানি শনভাঙ্গা সুটুঙ্গা নদী চাই
একটা মাঠময় সফেন আকাশ
বৌয়ের শরীর শরীর উত্তাপ রেশ
নির্বাক নির্জন অরণ্যে
বাকি সাঁজবাতিগুলোতে নিজস্ব চাই
আরও ক' আঁজলা প্রেম শুধু
এক ঘোমটা ঢাকা তুলসী সন্ধ্যে
একান্ত আমারই জন্যে -