ঢেকলাপাড়া ঢেকলাপাড়া জবাব খানিক দাও
তোমার ঘরের দাওয়াত বসি বাদলার বুলবুলি
উঠান জুড়ি ভাসায় কি পৃষ্টা ছেঁড়া নাও !
নাও নয় নাই বা ভাসিল মুষলধারার দিনে
টালি জুড়ি রোদ আনি পাগলপারা ঘুলঘুলি
সুর কি আনে কুলিকামিনের বুক চিনে
এদিক পানে সাদা শরৎ মিঠা কাশত রাঙ্গা
সব বাগানোত জমাট আন্ধার চিরস্থায়ী থিতু
বচ্ছর জুড়ি ছড়ি থাকা একমুখী এক ঋতু
কুলিলাইনের ছাউনি-টালি হোক না যতই ভাঙ্গা
নেই-ঢেকলাপাড়ায় নাই ছুটি না বকুলের গন্ধ
ঢাক-মাদলের উজান-গতি কত না যুগ বন্ধ
সারা বছর আশিন-কাতি সারা যৌবন খাঁক্
সব বাগানেই জমাট আন্ধার চিরস্থায়ী থিতু
বচ্ছর জুড়ি ছড়ি থাকা না-মুখী এক ঋতু
থাক্ -
আশিন-কাতির ঢাক -কাহিনী আজ নাহয় থাক্ -