পথকে প্রশ্ন করেছি -
কোথা থেকে তোমার যাত্রা শুরু ?
পথ জবাব দিয়েছিল -
তোমার ঘরের উত্তরে বুনো বস্তি
যেখানে আকাশ নামে হে
রোজ রাতে কাদা মাটিতে একাকার
চিলাপাতা মাদারী কিংবা
বন পাহাড়ীর উদাস আঙ্গিনায়
বাস করে বাঘ ভালুকে
সেখানে হৃদয় জুড়ে জন্ম তার
পথকে প্রশ্ন করেছি -
কোথায় তোমার এ যাত্রার শেষ ?
পথ জবাব দিয়েছিল -
তোমার ঘরের সামনে দিয়ে দাগ
কোথাও উর্বর তল
কোথাও অসমান ভূমি ঢল ঢল
বিশাল বাজারে হারানো
তোমরা যেখানে আকাশ হতে চাও
তাই সে আরো বহুদূর
পথ চিনে আবার নতুন নিশানা
রক্ত জালকের মত
যেখানে আজ আকাশের নিচে আবারো
দিগন্তে হারিয়ে যেতে
বেপথু সীমা কিছু হয় না