তাল শাঁসের সাদা ঘ্রাণ
অপেক্ষায় আবৈশাখ
দিঘীর টলটলে পাতায়
হলদে ফড়িংয়ের ইচ্ছেমত ঘুড়ি
পাড়ের উপর বসে কাজলী মেয়ের
আলতাপড়া বিকেল
মায়ের হাতের লাউ-মাচায়
জোড় শালিকের অস্থির সময়
বেগুন-ঝাড় বড় বড় চোখে
তাকিয়ে থাকে শীতল জোছনায় -
এগুলো ,
চক্ষু বুজেই দেখতে পাই এখনো
অথচ ,
চোখ খুললেই দেখি
দু'পাড় ভেঙ্গে নদী বেয়ে যায়
ঠান্ডা রক্তের স্রোতে মরা মাছ
শিরদাঁড়া ধরে ভেসে আসা
অনেক হাড়হিম মৃতদেহ
তার চেয়ে চক্ষু বুজে থাকাই
ঢের ঢের শ্রেয় মনে হয় -