নীতি নৈতিকতার নখদন্তহীন কামড়
ঠেলতে ঠেলতে এনেছে খাদের কিনারায় ।
খাদের কিনারায় দাঁড়িয়ে পিঠে ঠেকে যায়
দেয়াল জুড়ে থাকা মনুষ্যত্বের অধরা অবশেষ ।
রাজা-মন্ত্রী যেখানে বিচারে অদ্বৈত অবতার
সর্বশ্রেষ্ঠ সে অত্যাচার ।
চতুর্দিকে খাদ আর খাদের গভীরতম অন্ধকারে
পেছনে সামনে ডানে বা বামে বহুমুখী শূণ্যতার মধ্যে
শুধু খাদ আর নৃশংস গর্ত এখন ধ্রূবসত্য ।
আর ধ্রূবসত্য তলানীতে ধেয়ে আসা
আগ্রাসী তুষার ঝড়ের দাপুটে প্রতিবাদ
যা এখনো আমার মধ্যে অসংক্রামিত
কুকুরে চাটা এঁটো বাসনের মতো নিরুদ্বিগ্ন -