চুপ চুপ আর কোন ক্থা নয় প্রতিবাদে ।
কম বলে যে সে রয় টাকাকড়ি গুণে ।।
বললে তুমি গেলে তোমার অপরাধে ।
মেরে দেব অস্ত্র যত রাখা আছে তূণে ।।
এখন যে হাল্লা রাজার যুগ চলেছে ।
আমিও খাই তুমিও খাও সেও খাক ।।
কাজ নয় অকাজ করো রাজা বলেছে ।
সৃষ্টি স্থিতি সুখ শান্তি সব বিনাশ যাক ।।
চুপটি বসে থাকো দড়ি ধরে টেনো না ।
চোখে রেখেছে কালাপাহাড় তোমায় ।।
আমায় তুমি ভালো মত চেনোই না ।
এক ঈশারায় উড়িয়ে দেবো বোমায় ।।
উচ্ছব মোচ্ছব ফুত্তি ফাত্তা সব করবো ।
টাকা কি তোমার চোদ্দ পুরুষের ধন ।।
লাস্যে নাচে ফিল্মি গানে পেট ভরাবো ।
দেশ চালাতে চাই রাজার মত মন ।।
বুঝলে কিছু না কি ঠিক বুঝলে না ।
ফালতু নয় আমি খনার বচন বলি ।।
মজলে ভালো যদি কিনা মজলে না ।
হাড়িকাঠে ফেলে সোজা দেব বলি ।।