চোখ খুলে দেখতে পারো যদি
তবে দেখো -
ঝুলবারান্দার ঘেরাটোপে কি দেখে হাসে দুধের শিশুটি
কোন রমনীর না নিটোল শরীর
না কোন প্রেমিকের পুরুষগন্ধী চাউনি
কেননা ওর আর আমার ক্ষুধা আলোকবর্ষ দূর
মর্তলোক ছাড়িয়ে নক্ষত্রসীমায় ওর নজর এখন
আর আমি তুমিতে তুমিতে ঘুরে নাভিমূলে ফিরে আসি
ফিরে ফিরে আসি বারংবার
চোখ মেলে যদি দেখতে পারো
তবে দেখো -
সিঁড়িঘরের ঝুলে পক্বকেশ শিশু কি দেখে হাসে
কোন নারীর রমনীয় দেহ না
না কোন আগুনে পুরুষালী উত্তাপ
কেননা ওর আর আমার ক্ষুধা বহু আলোকবর্ষ দূর
ওর দৃস্টি এখন সৃষ্টিছাড়া অমর্তলোকের বাসনায় স্থির
অথচ আমি আমাতে তুমিতে ঘুরে নরকে ফিরে আসি
ফিরে ফিরে আসি বারংবার
কি জানি কোন অদৃশ্য ছিপের সূতোয়
গেঁথে গেছে আগাপাশতলা আমার কি ভয়ংকরভাবে
< এই পূণ্য দিনে এক বছর আগে এই সাইটে আমার প্রথম যোগদান , আজ তার প্রথম বার্ষিকী >