কখন যে পড়ে এল বেলা
ক্লান্ত সূর্য ঢলে পড়ল পশ্চিম প্রান্তে
উষ্ণ হতে হতে কখন যে
ঠান্ডা আমেজ জড়িয়ে ধরল আপাদমস্তক
বোঝার আগেই ফুরিয়ে এল দিন
আমার সেই পাগল সকাল
সকালের মাঠ থেকে উঠে আসা
দেহজুড়নো মিষ্টি বাতাস
শিশির-মাখামাখি ঘাসের
পা ভেজানো ডগাগুলি
বাঁশের চেকারে আটকে যাওয়া
রংচটা আঁচলের টান
ধান-ভরা মোষের গাড়ির মাস্তুলে শোয়া
তছনছ দুপুর গড়াতে গড়াতে
কখন যে পাড় ভাঙ্গা শুরু হল
বোঝাই গেল না
বোঝাই গেল না এতগুলি বছর
এতগুলি দিন গুলির মতোই নিমেষে
হল চোখের আঁড়ালে ছত্রখান
চাই না এই সব
চাই না পড়ন্ত বিকেলের আলোআঁধারী রং
ফিরিয়ে দাও আমার সেই সব শৈশব
ফিরে যেতে চাই আবার শুরুর সুগন্ধী সকালে
সেখানে কত্ত বড় আকাশ
আসমান-জমিন মিশিয়ে আমার অপেক্ষায়
একান্তই আমার অপেক্ষায় -