কি অপার বিস্ময় বাকি আর এ দেশে
যারা বিচ্ছিরি বদমাস যারা শত্রুর বেশে
তারাই কীর্ত্তনে গীদালের সাথী ধুয়াধর
মোম জ্বালায় তারা সারি সারি পর পর
খুন হয়ে যাওয়া ছেলেটার কষ্ট স্মৃতিতে
ঠান্ডা খুন নিজে করে এসে রাত্রি নিশীথে
ধর্ষন করে এসে হেটে যায় মৌন মিছিল
ধর্ষন-ব্যথায় চোখ তার হয়েছে পিচ্ছিল
তারই কিনা চড়া সুরে প্রতিবাদ ধিক্কার
অপরাধ করে অপরাধী বেশী সোচ্চার
ঘরে বসে যারা বানায় নক্সা নীল নীল
নরে জানোয়ারে কি আর এমন গরমিল
গোপন ডেরায় বসে করায় খুন রাহাজানি
মাইকে ফাটায় তার চৌখস গলাখানি
'অন্যায় অপরাধ এদেশে আর চলবে না
কোন খারাপ কম্ম কেউ আর করবে না '
নিরীহ সব আমরা নিরেট বুদ্ধু পাঠার দল
তার মিছিলে গিয়ে বাড়াই তারই লোকবল
কে জানে কবে এই গোলকধাঁধার নির্বীজ শেষ
এই কি আমার মাতৃভূমি এ কি আমার দেশ !