এ
বার
কোথায়
অধমের
সাধ্য আর
বাধ সাধবার
তুমি যাচ্ছো যাও
একবার শুধু ফিরে
পেছনে তাকাও ফ্যালনা
সময়ের পাখিটার মনখারাপের দিকে
হাসে না কাঁদতে গেছে ভুলে তীরবেধা তাপে
মাটির দিকে মাঠের দিকে চেয়ে নিস্পলক চেতনায়
বুক ফেটে বেরিয়ে আসা ভারাক্রান্ত শব্দগুচ্ছের বিফল নিশ্বাসে
নিরুক্ত ভেজা উচ্চারণে শুনবে চোখ ঝর্ণার সেই কান্না হা হাসান হা হোসেন
তুমি যাচ্ছো যাও সাধ্য নেই বাধ সাধবার কিংবা কিই বা আর বলার থাকতে পারে বলো !