দোকানে ধুপধুনোর কোন অভাব নেই
মহুয়া হিং আতর যা অন্যত্র পাওয়ার কথা নয়
নন্দ বানিয়ার দোকানে সব ভরপুর
তার কতক ত্বকে মাখি কতক পোশাকে
ঐশ্বরীয় গন্ধ ছড়াতে খুলে বসি পরিধান
হাতে তুলে নিই গন্ধরাজের সুগন্ধী কলি
মল্লার কি বেহাগ বাজুক নেপথ্যে
ভক্তের মেরুরেখাকে পরিবেশ করে দেবে নাজুক
ষড়রিপুগুলো তখন ভেতরে একে একে তেজীয়ান
বহিরঙ্গের অজস্র সত্ত্বাকে যখন দেবে বলি
কারও বিন্দুবিসর্গ টের পাওয়ার সুযোগ নেই
শুধু নিজের কথায় এসে কাটাল এমন সময়
দোকানে ধুপধুনোরও কোন অভাব নেই
এসো বন্ধু তুমি আমায় মেখে দাও ভালবেসে
ক্ষতি কি আর হবে আমি যদি তোমায় মাখি
টুংটাংগুলো নাহয় ভেতরেও উঠুক বেজে