উরেব্বাস্ ! কি তর্কবিতর্ক । কি নিয়ে ? না, ছদ্মনাম নিয়ে । কি নিয়ে ? না , শ্লীল অশ্লীল নিয়ে । কি নিয়ে ? না, মন্তব্যের সীমারেখা নিয়ে ।
কোন মানে হয় ! আমরা কবি/অকবি যাই হই , কি কাজে এসেছি , আর করতে শুরু করেছি কি ! ভাবতে হবে কমরেড !
এ ভাবে বিপ্লব হয় না । বিপ্লব আসে স্বতঃপ্রণোদিত এবং আন্তরিক , যদি তা অন্তঃসলীলা থেকে থাকে কোথাও ।
কবিতাই কবির কাছে বিপ্লবের সোপান । যেমন , কৃষকের লাঙ্গল , শ্রমিকের হাত । কবিরা শুনেছি নাওয়া-খাওয়ারও নাকি সময় পান না । বইখাতায় মুখ গুঁজে পড়ে থাকেন , সৃষ্টির নেশায় ।
আর , এখানে ? নেশায় ধরেছে নামের , তর্কের এবং অনেকটাই হিপোক্রেসির । কালিদাস রায় তাঁর কবিতায় সনাতন গোস্বামীকে দিয়ে বলিয়েছিলেন ' যশ প্রতিষ্ঠা শূকরী বিষ্ঠা , তাই মেখে এলে সারা গায় !'
আসুন না , নতুন করে ভাবি । অবান্তর বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিই । নিজের কাজটুকু সুন্দর করে করার চেষ্টা করি ।
অবশ্যই সুন্দর করে , এটা মাথায় থাকুক শুধু । তবেই সব সুন্দর । আমরা কে জানি না বলুন তো , কি সুন্দর আর কি অসুন্দর ।
' সত্যম্ শিবম্ সুন্দরম্ ' - এই হোক পথ চলার পাথেয় ।