বেহিসাবী হয়ে ওঠে বিভ্রান্ত সময়
দেয়াল গড়ে উঠতে থাকে আশেপাশে
সমান্তরাল
বয়সা শুধু গলার কাছে নয়
ছড়িয়ে দেয় গোটা যাপন জুড়ে আল
আলুথালু সংযুক্তা দম ছুটিয়ে ছাড়ে
পৃথ্বিরাজের ঘোড়ার
কে জানে গায়ের কাঁটাগুলো কেন
জীবনভর কাঁটা হয়ে রইলো এখনও
তাতেই হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছে মেঠো বাতাস
মিঠে সরপুলির ঘরে একা
রুমকির লুকোচুরি চাল
হারিয়ে গেছে মিতালিরাও
অনেক কাল
আচমকা নিরিবিলি সন্ধ্যার মুখে ময়নায়
কি এক অজানা আয়নায় অসম্ভব সম্মুখীন -
কেমন আছো বন্ধু !
সারাদিন শোকতাপহীন
বোধবুদ্ধিহীন ইতর হয়ে আছি
আছি তবে আছি এখনো নিশ্চিত কিছু
কষ্টের ভিতর -