বই-খাতা ছিঁড়ে হিজিবিজি হাতে হাত
ঢাক গুড়গুড় শিশির-মাখা হাওয়া স্নান
কাশফুলের নিরুদ্দেশ ঠিকানার খোঁজ অজানায়
বাতাস একটু খেলে দিলেই বকুলতলা
থেকে থেকে রমাদের গোপন আমবাগান
কাঁচপোকা টিপ কপাল
নারকোল কাঠি গেঁথেই অগুন্তি সাল
পাতায় পাতায় টোপরে মালায় সঙ্গীত
কখন দিগন্তে পোঁছে যায় চাঁদময় কাল
আচমকা নিরিবিলি সন্ধ্যার মুখে ময়নায়
কি এক অজানা আয়নায় অসম্ভব সম্মুখীন -
কেমন আছো বন্ধু !
সারাদিন শোকতাপহীন
বোধবুদ্ধিহীনও হয়ে আছি
আছি তবে আছি এখনো নিশ্চিত -