তারাপদ এককালে কবিতা লিখতেন
দু'চার দিনে রাতে বা পড়ার ফাঁকে
কাগজ কলম হাতে সকাল বা সন্ধ্যে
বিশ্বময় এক ভাবনায় টেবিলে বসতেন
জীবনানন্দে হয় কীটস্ নয় ইয়েটসকে
নানান ছন্দে গন্ধে ধন্ধে বা নানান দ্বন্দ্বে
অনায়াস ক্ষমতায় মনে শব্দ জুড়তেন
তারাপদ কবি দাপটে কবিতা করতেন
আজকাল তারাপদর দশটা পাঁচটা আপিস
সন্ধ্যায় ছেলেপিলের দলে বইয়ের পাতা
রোজকার লাইনে আহারের হা-পিত্যিস
খুচরো হিসাবে ভরে গেছে জীবনের খাতা
জ্বল জ্বলে চোখে অতীত সব জোলো ছবি
মনে পড়ে না তারাপদ কবিতা লিখতেন
রং-বেরং সবেতেই বাহার খুঁজে পেতেন
এখন তিনি আর কোন বাগানে যান না
ছেলেমেয়ে সংসারই হীরে জহরত পান্না
তারাপদ সত্যি এখনই সত্যিকারের কবি -