ওহে আঠারো ঊনিশের কবি
ওঠো জাগো গলা ছেড়ে কাঁদো
কাঁদো কাঁদো আরও কাঁদো
তবেই না মনটা হালকা হবে -
তুমি কি জানো বিশের বিষাক্ত কবি
নিজেকে রবি ভেবে অস্থির
তুমি কি জানো বেশ্যার গুহায় ঘুমিয়ে ফেরে সে
ফিরে এসে ঢেকুর তোলে মন্দিরী প্রসাদের -
কাঠ না হতেই যেন চন্দনের গন্ধ দেয় ছড়িয়ে
মানুষ না হতেই যেন সর্বব্যাপী ঈশ্বর -
ওহে আঠারো ঊনিশের কবি
পারলে এসো বিদ্রোহের জ্বালা ধরিয়ে দিই !