একদিন -
গঙ্গার নির্জন ঘাটে সর্বস্ব বিলীন
নিরর্থক দার্শনিক হয়েছে একজন
একদিন -
আবলুস নৌকায় সন্ধ্যা কামিন
খোঁপায় চাঁদফুল ছুঁয়েছে চন্দন
একদিন -
বুড়িমার সুখ তেঁতুল ছাতে ক্ষীণ
খড়খড়ে কবেকার সে বিবর্ণ ঘাস
একদিন -
মৃণ্ময় কামট হাড়ি অক্ষত অমলিন
আজন্ম কত না স্বপ্নের লালিত বাস
একদিন -
গঙ্গার নির্জন ঘাটে সর্বস্ব বিলীন
অনর্থক বাউল হয়েছে একজন
এভাবেই একেকটা বিলাসী স্বপ্ন চাষ !