আরও কতকটা মাংস থকথকে দানাদার জেলির মতন
যেখানে কাচা রক্তের সোঁদা গন্ধের লকলকে কটু বাসনা
তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে বন্ধু তোমার অজান্তেই
ভারী পাছা নরম উদ্ধত বুক একান্ত রক্ত-মাংসবহুল কিংবা
পেটানো পেশি যেখানে অনেক বেশী মশলাদার ফোড়ন
কারো কারো কাছে খুব খুব বেশী ম্যাটার করে থাকে ঠিক
যেখানে মাংসের সাইজ নেতিয়ে পড়া বিষাদ-জমা জেলি
তার গন্ধ বা রস যথেষ্ট প্রসাধনী আশ্বাস পেয়ে মনমোহিনী
কারো কাছে এসবের স্থূল টান বড্ড ইমেটেরিয়াল
আমার এবং তোমার চারিপাশে নির্লজ্জ মাংসের অবস্থান
বা তার রূপ রস গন্ধ স্পর্শ তৈরি করে ইন্দ্রিয়গত ব্যবধান
তখন তোমার কাছে দেখো কে পিতা কে পুত্র বা পুত্রী
কোন্ অংশে মাংস বা কোথাও হাড়ের পরিমাণ অযাচিত
এগুলি সব গৌণ হয়ে স্বাদ হয়ে উঠবে তোমার বা আমার
একান্ত আপনার গোপনতম ভালোবাসার গোপন পীঠস্থান
কী হবে মাংসে কী বা হবে রক্তে কী হবে সেদিনের আসর
যেদিন এক পুরনো ভাঙ্গা একতারা হবে নির্জন দোসর
কিচ্ছু না বন্ধু , শুধু একমুঠো গান আর একমুঠো আকাশ
তোমার অপেক্ষায় পথ ভেঙ্গে বসে আছে হাজার বছর
কোন্ আশা কোন্ হতাশা কি পাওয়া কী বা চাওয়া
হাজার হাজার বছর শুধু অপেক্ষার প্রহরই গোনা আজ !
সেই হবে তোমার শাস্তি সেই হবে তোমার উচিত কাজ !