কিছুই যখন ভাল্লাগে না
চলমান লাইন আর রেলের চাকা দ্যাখে
চোখ বুঝে নসিবুল্লা -
মৃত্যুহীন কাল নিয়ে এগিয়ে আসে নির্দয় যন্ত্রণা
লাইনে মাথা পাতাই থাকে যুগ যুগান্তর -
একরাতে নসিবুল্লার দু'হাত ফাঁকে
আবুক লাশ পুতুল নাচ নাচে
অমাবস্যার ভেতর -
না আসুক প্রিয়া না থাক জোয়ার
কাঁটায় কাঁটায় নসিবুল্লা আজও বেঁচে আছে !