সৌধ হয়ে থাকো সহস্র কিংবা কবরস্থ গোরস্থানে
নইলে ২৫/২৬ অথবা ততোধিক টুকরো হয়ে যাও :
তখন দেখবে কেবল মিইয়ে যাওয়া গাছে
ষোড়শী রূপসীর টানটান শরীরের আশায়
কত ভাবনা সেখানে অপেক্ষায় আছে
কাস্তেটাকে অস্ত্র ভেবে রত্নের মতো যত্ন করে চাষায়
নিড়ানিটাকেও জড়িয়ে রাখে বুকের উষ্ণতায়
ততোধিক মাথার উচ্চতায় ;
মখমল লাল আন্তরিক বীজ তুমি তখন
তোমার ধ্বনিটাও প্রতিধ্বনিত
শয়তানের ফেনারং বাড়িতে মুহুর্মুহু
এবং যথাযথ তোমাতেও মহামহিম !