অনেক গুণিজনকে দেখছি কবিতা সম্পর্কে অত্যন্ত মূল্যবান ও সময়োচিত ভাবনাচিন্তা করতে । ফলে আমার মত দু'চারজন অর্বাচীন কবিতা সম্পর্কে সম্যক ও স্বচ্ছ একটি ধারনা নিতে পারছে । এ খুব কম কথা নয় ।
এঁদের অভিমত ও মূল্যায়ণ অনুধাবন করে আমার প্রতীতি হয়েছে যে কবিতায় সব বলা যায় কিংবা কিছুই বলা যায় না । তার মানে হচ্ছে এই যে যিনি কবিপদবাচ্য তিনি সব পারেন । যে ভাবে যে দিকে খেলতে ইচ্ছে করেন , সেদিকেই খেলতে পারেন । আবার বিপরীতক্রমে কারও কারও লেখা মূল্যবান দলিল হয়ে উঠতে পারে , কিন্তু কবিতা পদবাচ্য নয় । তা নইলে শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমবাবুকেও কবি বলতে হয় ।
কি আপনার কি মনে হয় ? অভিমত দিয়ে সমৃদ্ধ করুন ।