উচ্ছল জোছনা রাতের কোলে
লুটিয়ে দিয়েছে পাগলা শাড়ি
ছিনাল হয়ে ওঠে আকাশবাতাস নদীর কিনারায়
জানালা খুলে দিয়ে
মুখে মুখ ঘসে পড়ে আছি অনন্ত
নির্জন মধ্যরাতে পতনের চূড়ান্ত
মাতাল ভবিষ্যত দ্বিচারী ভূমিকায়
অচল আধুলি দিগন্তে উড়ন্ত
স্বপ্নের কাছাকাছি হাসি ছুঁয়ে
ঘুম হারিয়ে বছরেরা যায়
স্বপ্নের লোভে
এই তো ভালো
জলে ডুবিয়ে আনি বালিশের তুলো সবে
যে যেখানে সেখানেই দাঁড়াতে হবে
তবু
জানালা খুলে
মুখে মুখ ঘসে পড়ে আছি অনন্ত
ঘুম হারিয়ে বছরেরা যায়
স্বপ্নের লোভে -