শুকনো লংকা গুটিকয় লোলচর্ম পেঁয়াজ
এবং ইত্যাদির নিচে -
খানিকটা জবুথবু মাংসের দলা : হৃদয় আনুষঙ্গিক
টাটকাও নয় কিন্তু মরেও যায় নি
আর এভাবেই একক দশক -
আসলে -
ঝোলাটা তো পুরনো
অজস্র ছিদ্রের ভিড়ে পূতিগন্ধময় রোজকার পথ হাঁটা
ঝেড়েঝুড়ে ধুয়ে পুঁছে নেওয়া
তারপর যথারীতি পুরনো নিয়মে
শুকনো লংকা গুটিকয় লোলচর্ম পেঁয়াজ
এবং ইত্যাদির সঙ্গে কিছু কিছু যন্ত্রণা -
আর এভাবেই একক দশক
একেকটা বৈশাখ
রোজকার খোসা ছাড়ানোর জ্বালা ভালোবেসে
একেকটা লাঠি হেঁটে যায় দুর্মর-