কায়া আর ছায়ার মায়া এক নিমেষে ছেড়ে
চোখজোড়া যেদিন উল্টে দেব মাঝ কপালে
নীলরক্তের আমার এই লাশ নেড়ে চেড়ে
আমারই রক্তবাহী উত্তরপুরুষেরা সকলে
চন্দন না হোক মুখপোড়া শালে অন্ততঃ
ধুপ ধুনোর গন্ধে সাজিয়ে নেবে শ্মশান
হৈচৈ ফুলে ফুলে তোড়ায় তোড়ায় না যত
প্রোটোকলের নিয়মে ন্যূনতম লোকশান
আরও বেশি করে থৈ থৈ ফেটে পড়া ঢেউ
ঢিল পড়া আপাত শান্ত নদীর বৃহত্তর বৃত্ত
সূক্ষ্ম ঢেলে দুধ স্নান করিয়ে নিত কেউ
কোষা কোষা ঘিয়ে শেষ হল শেষকৃত্য -
অথচ অদ্ভূত রকমের আমিই স্বপ্ন দেখলুম -
নতুন জাজিমের নরম বিছানায় পাঁকের পুকুর
মুচকি হাসি ঝুলিয়ে ঠোঁটে মরে গেছি বেমালুম
উল্টে দিয়ে পা ফুলে ফেপে ওঠা দুর্গন্ধ কুকুর !