জ্ঞান হল আর অজ্ঞান হলাম -
জরায়ুতে শরীর রেখে যা দেখেছিলাম
যে বিশ্ব তা আমার নিজস্বঃ
আদি অকৃত্রিম অনন্ত
বয়স বাড়ে বাড়তেই থাকে
নিজেকে জল করি আলবালে
দেয়াল জেগে ওঠে
উঠতেই থাকে সমানুপাতিক
অন্দরমহল গুটিয়ে এখন বারবাড়ি
গু হাতিয়ে শরীর ঘোলা করি
নিজেরও
জন্মমুখে যে বিম্ব দেখিঃ
এই মুখঃ নোংরা অসার ও হিংস্র
বড় ইচ্ছে করে বাঁধ ভেঙ্গে দিই
যদি বানভাসি করা যেত একাকার করে !