বোনিন থেকে ভিক্টোরিয়া
- এখানে নোঙ্গর
গ্রীসীয় শিল্পীর নিখুঁত কলম্বাস
সূর্য খুঁজে ক্লান্ত পলাশীর আমবন
কিংবা -
প্রাপ্তবয়সের আঁটি কোন গাঁয়ের মাটিতে
খোঁজে একান্ত আপন সুখ -
পতাকা যেমন খোঁজে উর্বর মৃত্তিকা
সৈনিকের হাতে নির্ভয়
বা চড়কের জ্বলন্ত অঙ্গার তবুও
পায়ের তলে নিরুত্তাপ
তাই আমি পালকের আলোয় খুঁজি -
মুখোশের আঁড়ালে খুঁজি -
একটা সত্যিকারের ভালোবাসার মুখ !