চল্লিশটি বছর কেবল আর -
কিছু বেশী কিছুবা কম
এই আকাশ ঘাস মাটি বন
অসংখ্যদিন
মন আমার হাত পা বুক
নদী রূপোলী বালি সাদা কাশফুল
ঘুমপাড়ানি গান
কুয়াশামাখা বাঁশীর রাখালীসুর

মরাচাঁদের নিঃঝুম রাত
নদীতে কোথাও হ্যারিকেন
জোনাকির মতো টিমটিম
কোন দূরান্তের মাঝির মসলিন গলায়
অচেনা ভাটিয়ালি
একেকটি শিউলি আর একেকটি নরম ভোর
আমার একেকটি মধু-চুম্বনের আশায়  

ঘাসের মাঠ ভাঙ্গা পুকুরঘাট নদী জল ভালোবাসি
ভালোবাসি বাঁশি পথের পাথর পাহাড়
আকাশের যেখানে পৃথিবীর শেষ
সোঁদা গন্ধের মাটি এই দেশ

একেকটি পল নিমেষ
প্রতিটি দিন তাই
ভালোবেসে বেঁচে যেতে চাই -