শ্বেতপাথর-ঘাট নীলজল
ছল ছল পদ্মপাতা চোখ
জোনাক-রাতের উদোম নগ্নতা
করেছে বস্ত্রহরণ -
ছিনাল হাওয়ায় কাঁপা
স্থির তারার মসৃণ রক্ত
নতুন ধানের শিষের ঠোঁটে
ঊষসী আকাশের মেখেছে রং
আদিগন্ত
ধূলো ওড়া চুল
সবুজ গন্ধের থৈ থৈ অন্তরে
অধর নিংড়ে তাকিয়েছে আড়ে
একাদশীর চাঁদ পাগলপারা রূপে
দাঁত উলঙ্গ করে বারবার
ঈশারা করেছে সঙ্গোপনে
জীবন বাজী রেখে এসবের জন্যে
আমিও সুন্দর হতে চাই !