ঠিক ঐখানে সাদা থান পাতা
একটা রংচটা ছবি
মোনালিসার মত তাকিয়ে
ফিচেল হাসিতে শুঁষে নিচ্ছে
হাসপাতাল রোডের ফুলেল গন্ধের
দুষ্প্রাপ্য বিকেল
প্রণবেশবাবুর মতো নাটকীয় ছড়ায় ছন্দে
সুর তুলেছে বৈয়াকরণ শিবুদার ধারাবিবরণী
বা পাকাটি সঞ্জয় সোম পাঞ্জাবীর ঝুল সামলে
কাটা কাটা কথায় শুধু গুণের কথা বলছে
কিছু কবিতা কিছু অকবিতায়
ধুপ পোড়া শিহরণে সমীরের পকেটের প্যাকেট
তখন থেকে উশখুস
মঞ্জুদির চোখে স্বজন-হারানোর ছবি
মহড়াতে তৈরী ভাষণবাগীশ গৌরাঙ্গদা
পাতা বাছাই মগ্ন কোন কোন কবি
প্রহ্লাদদার দুর্বোধ্য কবিতায় জানি
আজ রাত পোহাবেই
কারো কারো ফিসফিস ছড়িয়ে পড়ছে মাঠ
শ্যামল সরকার দোটানায় কি পড়বে
কি পড়বে না
পরমাণু কবিতা না পরামাণবিক গল্প
তাকিয়ে দেখো বাইরে সুনীলদা তরুণদা
এ জগত্টাকে ধোঁয়া করার তালেই চিন্ময়
ঠিক এখানেই আজ আমার স্মরণসভা -
তোমরা যে যাই বলো গুণ , থামো অল্প -
আমি তো জানি ঐ ছবির আঁড়ালে
কতটা বজ্জাত এই আমি !