বৃহন্নলা খেয়া কাঠ কাঠ শরীর পেতে
শুয়ে আছে ভেতর বাহির
এ অলস দুপুরে আঁকা বাঁকা নদীর সন্ধিরেখাগুলো
কুমীর মুখো গিলে খাচ্ছে মধ্যাহ্নের তাপ
এত ভয় কেন এত জড়তা
তোমার তো গর্ভধারণের সাধ্য নেই
শিল্পীর চোখচাটা খাঁজ নেই
মধ্যাহ্নের তাপে ব্লাস্টফার্নেসের চারপাশ
হয় না রক্তাক্ত
তুমি শুধু অলস রৌদ্রে পেতে দাও শরীর
নদীর সন্ধিরেখাগুলো বহুদূর থেকে গিলে খায়
আরেক নদীর এলোমেলো চুল
নাভিমূলস্থ ঘুমন্ত ঘ্রাণ
কাঠ কাঠ ঢেউ আর চটুল চাউনি মৈথুন
বৃহন্নলা খেয়া শুধু কাঠ কাঠ শরীর পেতে
শুয়ে আছে ভেতর বাহির -
এবারে ভূমিকম্প হলে হোক -