চলো খানিকটা বনবাঁদাড় থেকে বেরিয়ে আসি
ধুপরঙ্গের উচ্ছ্বাস ছড়িয়ে ছিটিয়ে থাকবে যত্র তত্র
অনেক শুকনো পাতা মন খারাপ করা মরা নদী
গা ছমছমে রাত্তির এসে ফিসফিসিয়ে ডাকবে
শুধু ফ্যাসনের যুগে গ্যারান্টি আশা করা যাবে না
চলো একবার আমতলায় যাই ঝড় এলে
অনেক অতীত সেখানে মিলিয়ে নেওয়া যাবে
সুন্দর সকাল দ্বিপ্রহরে নস্টালজিক সময় কুড়িয়ে নেওয়া
আরও অপু দুর্গার খুনসুঁটি দেখবো ভেতরে
শুধু ফ্যাসনের যুগে গ্যারান্টি আশা করা যাবে না
নাহয় চলো আবার এখানেই ফিরে আসি
বড় বৃক্ষগুলি তাপ্পি মেরে দাঁড়িয়ে থাকবে
এক্কাদোক্কা খেলায় হারিয়ে দেব আগামী কাল
বা নিজেরাও হারিয়ে যাবো উল্কার মতো নিরুদ্দেশ
তা নিয়ে প্যাসন থাকলে ভালো না থাকলে ক্ষতি কি
শুধু ফ্যাসনের যুগে গ্যারান্টি আশা করা যাবে না