সবার আগে ঘুম ভাঙ্গে ঝাঁটা হাতে গোটা বাড়ি ঝাঁট
কারুকার্যময় আগাপাশতলা পুরো ঝকঝকে পত্রপাঠ
চা-পানির বেলা ফুরিয়ে আসে সূর্য যত পশ্চিম গড়ে
ক্ষীরমোহনের গাভী দেখলে মায়ের কথা মনে পড়ে -
সকালের নাস্তা যেন ফুলকো লুচি আলুর দম
কুটনো কাটা বাটনা বাটা চলছে গাড়ি হরদম
ধোঁয়া-ভাত সকাল সকাল বইপড়ুয়া ছেলেপুলের
বাসন মাজা বেলপাতা জোগাড়যন্ত্র পুজোর ফুলের
চা-পানির বেলা ফুরিয়ে আসে সূর্য যত পশ্চিম গড়ে
ক্ষীরমোহনের গাভী দেখলে মায়ের কথা মনে পড়ে -
এক পেট পর পিতৃদেবের ভাতঘুমে বাংলা নেশা
পরিপাটি বিছানা্য় অলস পাখার আরাম ঘেঁষা
ইসকুলফেরতা বাচ্চাগুলোর গরম ভাত উলুধ্বনি
চোখজ্বলা ধুনো হাতে পাঁচালী পাড়ামাথায় এক্ষুনি
চা-পানির বেলা ফুরিয়ে আসে সূর্য যত পশ্চিম গড়ে
ক্ষীরমোহনের গাভী দেখলে মায়ের কথা মনে পড়ে -
তুলসি তলায় সন্ধ্যারতি রাতের খাবার বিছানায়
ভাই-বোনে ঘুমে কাদা আড়াইপ্যাচী কুকুরছানায়
চন্দ্রাহত পিতৃদেব মায়ের পাশে তন্দ্রাহত আঁধারে
চা-পানির বেলা ফুরিয়ে আসে সূর্য যত পশ্চিম গড়ে
ক্ষীরমোহনের গাভী দেখলে মায়ের কথাই মনে পড়ে -