নীলাঞ্জনা শোনো ,
তোমায় আমার মনের কথা বলি আজ
অনেকদিন বলবো বলবো করেও বলা হয়ে ওঠে নি
খড়িবাড়ীর ঘাসের উপর বসে থেকেছি কত কাল
হাতে হাত বেড়িয়েছি ভাতখাওয়ার দুর্গমে
ত্রিভূজ ছুঁয়ে হয়েছি মাতাল
বলতে পারি নি তবু অন্তরঙ্গ কথাগুলি
যখন কাতর বহিরঙ্গের যন্ত্রণায়
মনে পড়েছে আগুনের কথা ,
শরীর থেকে লাল বেড়িয়ে এলে
খুঁজেছি বিশল্যকরনী
তোমাকে তখনো কেন যে মনে পড়ে নি
মনে পড়েছে সবুজের টান
নীল সাগরের উদ্দাম ইশারা
যখন ভেতরে কোথাও টনটনিয়ে ওঠে ,
কান্না পেত মনে পড়েছে কবিতাকে
তখনও তোমাকে আমার মনে পড়ে নি
আমি বুঝি না
কী ভালোবাসি নীলাঞ্জনা - তোমাকে নাকি নিজেকেই
বুঝি না আজও
বুঝি না , সত্যিই বুঝি না
নীলপাখি , শোনো , আমার কথা শোনো .....