এই যে এত আলো রয়েছে ছড়িয়ে
এত বাতাস বুকে জড়িয়ে দেয় ঝাপ্পি
এই কি পরকীয়া !
আঁধার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে ভিজে
কাচা কঞ্চি গালে মুখে আদর করে
পেয়ারা-তলা দিয়ে যখন হাঁটি
পাতা গুলো ডাকে
ঈশারা করে অন্ধকারে যেতে
এই কি পরকীয়া !
নিঝ্ঝুম নিশিরাতে মাঠের শিশির
উঠতে দেয় না
ঘরে ফিরতে মানা করে
ইচ্ছে করে এখানে শুয়েই
কাটিয়ে দিই জীবন বাকিটা
এই কি পরকীয়া !
তবে আমি বার বার পরকীয়ায় যাবো
বার বার হবো চরিত্রহীন
তবেই না নষ্ট পুরুষ !