পা ছড়িয়ে বসে আছি সীমাহীন
একা একাকী নিরালম্ব ঢেউয়ের উপর
খোলা দিক যে দিকে চোখ যায়
শুধু সবুজ আর সবুজ
সবুজের মসনদে নিজস্ব সম্রাট
যেন এইমাত্র বৃষ্টি ধুয়ে দিয়ে গেল আনন্দে
এমন জমি আমার স্বপ্নে পাওয়া ভালবাসা
এমন সুখ আমার কল্পনার সীমা পার
বসে আছি কত দিন
পল অনুপল
নিঃশব্দ নির্নিমেষ
এবারে উঠতে হবে
শরীরটাকে গুটিয়ে
গোছাতে হবে দীর্ঘশ্বাস সময় আর কামড়
নাড়িছেঁড়া কষ্ট আর নিতে পারছি না বারংবার ।