যদি নদীর ছবি আঁকি
বাজপাখি উড়ে যায়
মাছরাঙ্গা হয় ব্যাঙ
যদি গোলাপের চারা বুনি
গোকুল হয়ে ছোটে
মাটি মাখালে
ডলোমাইট ঝুড়ঝুড়ে পড়ে
গান যদি গাই
দু'নয়ন ভেসে যায় বন্যায়
হেসে উঠলে শোনা যায়
দীর্ঘ এক নিঃশ্বাসের কাহিনী
আর কবিতা নিয়ে ভাবলে
ভীড় করে আসে বাচালের দল
কিছুতেই পৌঁছনো যাচ্ছে না
প্রিয় কবির একান্ত সংসারে !