এখানে কি শ্মশান ছিল ? তোর্ষা আঁচল উড়িয়ে এদিকে পানে বইতো ?
পরে সরে গেছে , রাগে দুঃখে , নাকি প্রেমহীন হতাশা নিয়ে !
মড়াপোড়া ! ক'টা মড়া পুড়লে মড়াপোড়া নাম হয় ?
চারদিক থেকে পথ এসে এখানে আড্ডায় বসতো ?
রাগ অনুরাগ দুঃখ আর মৃত্যু !
চিতা জ্বলতো আর জ্বলতো উদর । কেউ কি এখনো জীবন ফেরি করে এখানে ?
কে বলবে মড়াপোড়া চৌপথীর হাসি আর কান্নার কাহিনী ?
কাছেই তিন তিন কবির বাস ,
আপনারা বলুন , কেন গোটা আধিপত্যবাদের এই রাজত্বে
মড়াপোড়া সংসার কোনো নাম হল না ! খুব জানতে চায় মুখপোড়া মন ।