এই বেশ ভালো আছি
খাচ্ছি-দাচ্ছি ঘুমোচ্ছি পকেটে স্মার্টফোন
মোটা সোনার চেন দামী বোতাম
এই বেশ ভালো আছি
পাশের বাড়িতে পঙ্গু বুড়িটা
না খেয়ে সতেরদিন তাতে আমার কি
এই বেশ ভালো আছি
দিনে মাগুরের ঝোল
রাতে মেয়েমানুষের কোল পাচ্ছি
হরি বোল হরি বোল
এই বেশ ভালো আছি
দেশটা গোল্লায় যাচ্ছে তাতে আমার কি
মন্দির দেখলে কপালে-হাত
গির্জা দেখলে হাত বুকে
মসজিদ এলে মাথা নুয়ে নিই
ডানহাতে হিসেবের বাঁহাতে উপরি
বাড়িতে অষ্টধাতুর বিগ্রহ বানিয়ে নিই
রূপবতী এলে রসিয়ে দেখি সমুদ্রসৈকত
এই বেশ ভালো আছি
জগতে চোখের জলের বন্যা এলে আমার কি
আমরা এরমটাই আজকাল
আমার কি বুঝতে পারলে যে
মানুষ হয়ে যেতাম হে !