আজ মন ভার
ট্রাফিক সিগনালে রুখে গেছে রোদ্দুর
কুল কুল বর্ষণে রাজধানীজুড়ে এখন শুধু নাসিকা গর্জন
লেপমুড়িতে মুন্ডি ভিজিয়ে আমি একলা মহারাজ
সখীসহযোগে মহারানী
স্নানাগারে একান্ত গোপন
সেখানেও একপ্রকার বর্ষণসিক্ত শব্দ উঠে আসছে শীতের মেঘের ভিতর
লক্ষ্মীটি বৃষ্টি আমার
লেপের ধারে এসো না আজ
একা কিছু শক্তি শুষে নিই
যাতে নিঃস্ব মৃত্তিকায়
কিছু চারাগাছ জন্মায়
আমার উষ্ণতা ছুঁয়ে