আচমকা নিরিবিলি সন্ধ্যার মুখে ময়নায়
কি এক অজানা দর্পনে অসম্ভব সম্মুখীন -
কেমন আছো বন্ধু !
সেই চাঁদময় কাল থেকে
থেকে থেকে ভেসে আসা
এক নাম না জানা পাখির পাগলপারা ডাক -
মা-মাসীর আঁচলের মাটিমাখা তাপ
কোথায় আর এখন
এই আলোআধাঁরী সূর্যাস্তে কই আর মনে পড়ে
সকাল সকাল কিছু তেল ভরে দিয়ে
ভুটভুটি সারাদিন শোকতাপহীন কবন্ধ
বোধবুদ্ধিহীনও হয়ে আছি
আছি তবে আছি নিশ্চিতভাবে ইদানিং
মস্তিতে না রাত না দিন নিয়ে
একরাশ আকাঠ ভাবনায় মাথার ভিতর -