কথার পর কথা
শব্দের উপরে শব্দ
রং তুলিতে সাজিয়ে সাজিয়ে
কত না দীর্ঘ থেকে দীর্ঘতম কবিতা হয়েছে
কথা না বলে
কোন শব্দ না এঁকে
চোখে চোখে ঝিলিকে ঝিলিকে
মাথা নাড়িয়েও তো কবিতা হতে দেখেছি
একটা উচ্চারণ -হ্যাঁ
ব্রহ্মান্ড জুড়ে শানাই বেজে উঠতে পারে আচমকাই
একটা - না
পুরো ব্রহ্ম তালু একখানা দীর্ঘ কবিতা হয়ে যেতে কতক্ষণ -