১
ফুটপাথ থেকে ছেঁড়া ন্যাপকিন তুলে এনে
লাটাই লাগিয়ে দিলাম ,
উড়তে পারলো না সে -
মাঞ্জা ঘসে ঘসে কেবল কিছু রক্ত ঝরিয়ে দিলো ;
২
কুমোরপাড়ার ছাই এনে চুল কলপ দিলাম
কালো গোটা মুখ জুড়ে আলো কেড়ে নিলো ,
৩
তোমার নিজের কপাল ফাটানো পিস্তল
সামলে রেখো হিটলার ,
একদিন সুন্দরবনের রানী সেটা খুঁজবেই ।