বীভত্স ও পুতিগন্ধের নোংরায় চটিজোড়া জুড়ে গেলে
যা হয়
এগোতে প্রাণপণ জোর করলে কতটা ডুবতে হবে কে জানে
যারা এভাবেই এগিয়েছে কয়েক কদম পিছলে পিছলে
তারা কাছেরই বন্ধু
একই সুড়ঙ্গে সহকর্মী
যে বেরিয়ে আসতে পেরেছে আলোর বৃত্তে
জুতোর তলায় আতর মেখে রেখেছে তারা
যারা ঢাক বাজাতে শেখে নি
তেল বা আতর সবটাই গুদামে বাড়ন্ত
কোন ঈশ্বর যে কোন লিঙ্গের
ডাকে না তাকে
না আতুরঘরে না ফুলশয্যায় !
তাতে ব্যথা থাকলেও কোন হতাশা নেই
নিজের চিকিত্সা নিজেকেই করে নিতে হবে !