কতদিন সঙ্গী ছিলে নিশিদিন
পাতায় পাতায় আনন্দ-মুখর
ফুলেল দোলায় মাতাল বাতাস
মর্মর কথায় কথায় বুক ফাটা আর্তনাদে
কতদিন সূতিকায় ছিলে নিমেষহীন
বেদানায় ছিলে বেদনায় ছিলে
মধ্য গগনে ছিলে উজ্জ্বল শিখায়
ছিলে নিশীথে পাখির ডাকের মতো
ছিলে শীত্কারে সুখের সময়

কবিতা
তোমায় এবার মুক্তি দিলেম
আবাল্য গ্রন্থি থেকে
যদি যেতে পারো
যাও
তোমার দিলেম এ জীবন থেকে ছুটি -