< এর পর ১০০ তমে আগাম সাদর আমন্ত্রণ >
অনেক তো কান্নাকাটি হোলো
চোখের জল গড়িয়ে গড়িয়ে না জানি কত বেলা
গাল ফোলা দুঃখ অভিমান
তাতে ভেতরটা চোকড হয়ে গেলে
আর তো কথাই থাকে না কোন -
সেগুলো আজ থাক না তোলা
বরং এখানে আসি গায়ে গায়ে বসি
তুমি আমার চোখ মুছে দাও আমি তোমার
তারপর গায়ে হাওয়া লাগিয়ে উড়ে যাই -
যে দিকে মন চায় !