নদীর ফাল্গুন চৈত্র থাকে
থাকে শ্রাবণের অবিরাম ধারা
এই এখনি হিমশীতল অচলায়তন
আর এখনি ঢল নামে বাঁকে
আমার এই নদীজন্মের কথা বলিনি কাউকে
পাতা পর্বসন্ধিতে কাঁটার স্তর লুকিয়ে রাখে
হাত ছোঁয়ালে দগ্ধায় অন্তর
আমার এই কাঁটা জন্মের কথা রেখেছি গোপন
যে অনুবীজ করেছি রোপন
আজ সে মহীরুহের কোটরে ক্ষয়রোগ
সেখানে অজস্র হাহাকার হয়েছে যোগ
তবু ছায়া কখনো সরিয়ে নিইনি
আমার এ উদ্ভিন্ন জন্মের কথাও
কাউকে বলিনি ।